তরঙ্গ-- 🔵বিধান চন্দ্র রায়
তরঙ্গ-- 🔵বিধান চন্দ্র রায়


মন হারানো বিকেল গুলো
কেবল করে ধাওয়া-
কাজের ফাঁকে জেগে থাকে
করে আসা যাওয়া।
জোয়ার ভাটার প্রবল টানে-
মত্ত থাকে অন্বেষণে
ফাগুনেরই আগুন মেখে-
বসে পড়ে রডোডেনড্রনে।
কাছে টানে স্নিগ্ধ আঁখি--
হৃদয় ছোঁয়া মিহি ঘ্রাণে
মেহগনির ফুল বাসরে-
দখিন হাওয়া লাগে প্রাণে।
শিউলী,বেলী,জুঁই চামেলী
পাপড়ি মেলে তাকায়-
ভ্রমর আসে গুন গুনিয়ে--
পরাগ মাখে গায়--!