পারিজাত
পারিজাত


ঝরাপাতার ওপর পা রেখে হেঁটে যাই
চলে গেছ, তাই কি এই শোক?
এক বাতাস মনখারাপিয়া ...
তোমাকে তবু গ্রহণ করেছে পলাশ
ধারণ করেছে যেভাবে পাপ করে মানুষ
শহরে তুমি নেই, তবু আবির মেখেছে
একা। মনের অলিন্দে পুষেছে পরিযায়ী
ঝরাপাতার ওপর পা রেখে হেঁটে যাই
চলে গেছ, তাই কি এই শোক?
এক বাতাস মনখারাপিয়া ...
তোমাকে তবু গ্রহণ করেছে পলাশ
ধারণ করেছে যেভাবে পাপ করে মানুষ
শহরে তুমি নেই, তবু আবির মেখেছে
একা। মনের অলিন্দে পুষেছে পরিযায়ী