নীরবতা
নীরবতা


প্রিয় ডাইরি,
আজ ভাবলাম সময়
কাল পরিস্থিতি বোধ হয়
পাল্টে গেছে,
পাল্টে গেছে বোধ হয়
মানুষের খারাপ মানুষিকতা গুলো।
পৃথিবী যখন লড়ছে এক হয়ে
মারণ ব্যাধির বিরুদ্ধে
তাহলে আজ ও কেন
এই পরিস্থিতিতে মানুষের
মূল্যবোধ গুলো পাল্টায় না।
কেন ঠুনকো অহংকার নিয়ে
আজ তারা খুশি,
দেশ সমাজ যখন
আজ এক হতে চাইছে
তাহলে তারা কেন পুরানো
অভিমান গুলো আঁকড়ে ধরে
বাঁচতেই ভালো বাসছে।
কৈ পারছি না তো আমি
মিথ্যে আমিত্বের দম্ভ নিয়ে বাঁচতে
অপরাধ না করে ও তো
হাসি মুখে ক্ষমা চাইতে পারি।
কিন্তু যারা সত্যি অপরাধী
তারা আজ কেন নিজেদের মুক্ত ভাবে
ভাবে তারা এসবের উর্ধে,
বিচার চাই বিধাতার কাছে
বিচার কি হয়?
নাকি আজও বিচারের প্রহসনের মাঝে
নিরপরাধী দম বন্ধ হয়ে মরে যায়।