মুখোশ - ড রীতা দে
মুখোশ - ড রীতা দে
এই মাটি সত্যি নয়
এই বাতাস সত্যি নয়
এই আকাশ সত্যি নয়
যা সত্যি
তা হ'ল মায়া
বলতে পারো
মায়া তো মুখোশ -
আমি ভালোবাসি মুখোশ
তারই আয়নায়
এই মাটি বাতাস আকাশ
সবই ব্যঞ্জনাময় ।
এই মাটি সত্যি নয়
এই বাতাস সত্যি নয়
এই আকাশ সত্যি নয়
যা সত্যি
তা হ'ল মায়া
বলতে পারো
মায়া তো মুখোশ -
আমি ভালোবাসি মুখোশ
তারই আয়নায়
এই মাটি বাতাস আকাশ
সবই ব্যঞ্জনাময় ।