মানবতা
মানবতা


ঈদের হালিম রথের পাঁপড় কীর্তন হোক,হোক আজান ।
কালীঘাট ঘুরে মক্কা চল সুখ করে নে আদান প্রদান।
রবীন্দ্র নজরুল তো সবার জাতি ধর্ম নির্বিশেষ ।
তবে কেন আজ মিথ্যা রোষে হিংসা গ্লানি দ্বেষ বিদ্বেষ ।
একই মানবতার সুরে কর না রে সব জয়গান
তোর আমার রক্ত তো এক হিন্দু হোক বা মুসলমান।