কলম আমার
কলম আমার

1 min

641
কলম আমার গাইছে ভিন্নসুরে,
কলম চাইছে অন্য পথে চলা |
স্নিগ্ধ আবেগ হেলায় ছুঁড়ে ফেলে,
কলম চাইছে কঠিন সত্য বলা |
কলম হিংস্র পথের দিকে চায়,
কলম আমার চাইছে সাম্যবাদ,
রক্তচক্ষু দেখার ভয়টা ভুলে,
কলম এখন চায় যে রক্তস্বাদ |
কলম তবুও থামতে চায় কি মাঝে,
কলম যেন নতুন ফুটেছে সদ্য,
চোখের সামনে পুরানো জিনিস দেখেও,
কলম তাই লিখছে হঠাৎ গদ্য |
সাম্যবাদের মাঝেও কি প্রেম আসে,
সাম্যবাদে প্রেমের জায়গা নাই,
কলম বসেছে নতুন গবেষণায়,
প্রেমের মাঝে কি সাম্যবাদকে পাই ?
কলম তাই করেছে যজ্ঞ শুরু,
সাম্যবাদের আগুন জ্বালিয়ে ঘি'য়ে,
সূক্ষ্ম ভেলা ভাসিয়েছে, দাঁড় করে
কলমটা তার রুক্ষ খোঁচা দিয়ে |