খোলসের আড়ালে
খোলসের আড়ালে
1 min
4.4K
দুমড়ে মুচড়ে ভাঙছে ভিতর, বাইরে মানুষ জানছে না,
জেতার নেশায় হারছে তবু, লড়াই মনের থামছে না।
দুমড়ে মুচড়ে ভাঙছে ভিতর, বাইরে মানুষ জানছে না,
জেতার নেশায় হারছে তবু, লড়াই মনের থামছে না।