কবিগুরুকে প্রণাম
কবিগুরুকে প্রণাম


সাহিত্যের স্বর্ণভাণ্ডারের পূজারীর লুটিয়ে চরণতলে
লাল মেঠোপথ আজ সিক্ত নবধারাজলে,
বাঙালির কৃষ্টি ধ্বনিত হয় রবিঠাকুরের স্পর্শে
সোনার তরী বেয়ে কচি কিশলয়ের হর্ষে,
নিখিল মানব জগতের তৃষিত চিত্ত
রবীন্দ্র-সঙ্গীত সাগরে সর্বদা ডুব দিয়ে তৃপ্ত,
প্রেম,প্রেরণা,দর্শন কিংবা মৃত্যুঞ্জয়ী মন্ত্রে
আলোড়িত হয়েছে সমাজ রবীন্দ্র-সৃষ্টির কন্ঠে,
আসমুদ্র-হিমাচল পেরিয়ে যুগান্তরের অন্তে
কবিগুরু অমর হয়ে রইবেন বিশ্ববাসীর চিত্তে।