কালো সময়ের আঙিনায়
কালো সময়ের আঙিনায়


বিন্দু বিন্দু সিন্ধুতে ছিলো সেদিনের অশনি সংকেত
আপামর দেশবাসী কি জানি কি তরে রহিল নিশ্চুপ
সীমাহীন অজানা আশঙ্কা ভরেছিল শুধু নির্নিমেষ মুখ!
জীবনের এ এক কঠিন ক্ষনে দাড়িয়ে রয়েছি মোরা ঘোর অন্ধকারে র এক হাতছানির আশঙ্কায়।
জীবন আজ এক
হেঁয়ালি সবার মননে শুধুই কি হারাবার ভয়? নাকি অতীতের সুপ্ত সৃতি মেদুরতা।
আসুন সবে লড়াই করি এ সাঙ্ঘাতিক ভাইরাসের বিরুদ্ধে
করব মোরা নিশ্চয় জয় অসম্ভব এ জীবন যুদ্ধে!