জাগো নবীন আলো
জাগো নবীন আলো


শব্দ হীনের শঙ্খ ধ্বনি,
হৃদমাঝারের আলো,
রাত্রি শেষের ভোরের সুরে,
নূতন প্রদীপ জ্বালো।।
যে জন থাকে নিরজনে,
একলা মনের গভীর কোণে,
আজকে তারই আমন্ত্রণে,
ঘুচুক মনের কালো।।
নীরব পথিক যাত্রা শেষে,
আজ তোমারই আশ্রয়েতে,
রিক্ত সে যে তোমার তরে,
মনের দুয়ার খোলো।।
অরুণ আলোর ভৈরবী সুর,
বাজায় আগমনী,
বিদায় বেলার রাত্রি শেষে,
জাগো নবীন আলো।।