STORYMIRROR

Suman Dutta Roy

Abstract Fantasy

3  

Suman Dutta Roy

Abstract Fantasy

হারিয়ে যাওয়া আকাশ

হারিয়ে যাওয়া আকাশ

1 min
241

ছোট্টবেলার সেই আকাশের মানচিত্রের গায়ে,

কালো সাদার আজব খেলা কাঁটা দেয় যে প্রায়।


কালপুরুষের তরোয়াল টা ঝুলত কোমর থেকে,

তাই দেখে বুক ভরে যেত বীরদর্প মেখে।


লুব্ধক টাও কম যেতনা জ্বলজ্বলিয়ে জ্বলে,

শুকতারা কেও টেক্কা দিত, হারার চিন্তা ভুলে।


সপ্তর্ষির সাত টা তারা জাগাতো মনে জিজ্ঞাসা-

এমন ভাবে সাজিয়ে ওদের কার পুরলো আকাঙ্খা।


ধ্রবতারার উপদেশে বাঁচত কত যে নাবিক,

দিকনির্ণয় ছেলেখেলা আঁধার পথের পথিক।


উল্কা বৃষ্টি দেখতে গিয়ে মনটা উঠত নেচে,

হাতদুটোকে বুকের কাছে বর চাইতাম যেচে। 


আজকে যখন ছাদে উঠে আকাশ দেখায় উতলা,

চাদর টেনে মনের দুঃখে মুখ ঢেকেছে তারারা।


কারখানা আর স্ট্রিট লাইটের আলো হেথায় হোথায়,

ছেলেবেলার আকাশ গঙ্গা হারিয়ে গেছে কোথায়!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract