Maverick Bong
Drama
taking it off
Thank you so ...
ছুটছি মোরা,পড়ছি মোরা ছুটছি মোরা,পড়ছি মোরা
ভেজা বাতাসে তোমার কান্না জানি ভাসে। ভেজা বাতাসে তোমার কান্না জানি ভাসে।
একাকীত্বের চাদরে লুকিয়ে থাকা বড়োই কঠিন। একাকীত্বের চাদরে লুকিয়ে থাকা বড়োই কঠিন।
একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো
কিমবা যদি হতাম আমি সেই 'চাঁদের পাহাড়' এর শংকর কিমবা যদি হতাম আমি সেই 'চাঁদের পাহাড়' এর শংকর
আমাদের ছোটবেলার এক অখন্ডনিয় অংশ, নাম ইস্কুল আমাদের ছোটবেলার এক অখন্ডনিয় অংশ, নাম ইস্কুল
ফেরার সময়ের ঠিক থাকেনা, কখনো বিকেলে কখনো বা সন্ধ্যায়। ফেরার সময়ের ঠিক থাকেনা, কখনো বিকেলে কখনো বা সন্ধ্যায়।
থানার নেতা আইলো,পরাণ বলে ইন্দিরা আবাসে ঘর পাইবেক। থানার নেতা আইলো,পরাণ বলে ইন্দিরা আবাসে ঘর পাইবেক।
মনেকরো,তুমি ক্ষমাকরতে শিখেগেছো। মনেকরো,তুমি ক্ষমাকরতে শিখেগেছো।
দেহাতি কুড়মি মরদের চুম্বন আর ডিনামাইটের ক্ষতে। মুন্ডা বউ কেন্দ পাতা তুলে দেহাতি কুড়মি মরদের চুম্বন আর ডিনামাইটের ক্ষতে। মুন্ডা বউ কেন্দ পাতা তুলে
তোর আবিরের রঙে আমি একটুও মিশে নেই। তোর আবিরের রঙে আমি একটুও মিশে নেই।
ষোলোর নবীন,আজ ষাটোর্ধ প্রবীণ। ষোলোর নবীন,আজ ষাটোর্ধ প্রবীণ।
এই কাজটা অমুক করেছে,ওই কাজটা তমুক এই কাজটা অমুক করেছে,ওই কাজটা তমুক
মেয়েকে নিয়ে অনিমেষ তাই এসেছেন মেঘালয়ে মেয়েকে নিয়ে অনিমেষ তাই এসেছেন মেঘালয়ে
ঘোড়ারগাড়ির শব্দে আমার মনেতে শিহরণ, টানা রিক্সার আওয়াজটা যে লাগত দারুন । ঘোড়ারগাড়ির শব্দে আমার মনেতে শিহরণ, টানা রিক্সার আওয়াজটা যে লাগত দারুন ।
শান্ত শীতল হাওয়ার পরশ আনো নিয়ে । শান্ত শীতল হাওয়ার পরশ আনো নিয়ে ।
গুরু গুরু তাহা বাজিয়া ওঠে গুরু গুরু তাহা বাজিয়া ওঠে
ঝাপসা কাচ ভেদ করে, দৃষ্টি যখন দিগন্তে মেলায় ঝাপসা কাচ ভেদ করে, দৃষ্টি যখন দিগন্তে মেলায়
চাইনা থাকিতে আর ঘরে। চাইনা থাকিতে আর ঘরে।
নেতাজি, তুমি আসবে তো? বলো, কথা দাও তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করব নেতাজি, তুমি আসবে তো? বলো, কথা দাও তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করব