এই বেঁচে থাকা
এই বেঁচে থাকা


খাদের ধারে চিলতে
বাঁচার পথ
হাঁটতে হাঁটতে ক্লান্ত অসুখে,
এখন সন্ধ্যে নামে
রোজ চিন্তা শোকে।
অন্ধকার খুঁজে নেয়
চোখ ভেজা জল,
ঢেউ আসে ঢেউ যায়
মুহূর্ত টলমল।
মনপাহাড়ে ধস নেমেছে,
ঝাপটে ডানা ইচ্ছেরা
খাঁচায় বাঁচে।
নীরব রোদলা বেলা;
ধিকিধিকি সময় ;
বিরক্তি জমা ঘর
তবু কথার ভীড় কিছু আশা ,
ভালোবাসা অতঃপর।