দ্বিতীয় প্রেম
দ্বিতীয় প্রেম
সমাজের কাছে হেরে গেলেও আমরা কখনো নিজের কাছে হেরে যায় না। আর যদিও বা কখনো নিজের কাছে যদি হেরে যাই, তাহলে সেটা আমরা মানতে চাই না। আমরা তখন আমাদের নিজেদের হারকে লুকাতে নিজেদের কাল্পনিক প্রবন্ধ বানিয়ে নিয়ে চলি। কবিতাটিতে কবি দেখাতে চেয়েছেন যে যখন তার প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তখন তিনি নিজে কল্পনা করছেন যে বহু বছর পর ঠিক একটা সময় আসবে যে তার প্রেমিকা তার ভুলটা বুঝতে পারবে, যে তাকে তখন ওরম ভাবে তার মনে জায়গা না দিয়ে সে ভুল করেছিল এবং নিশ্চয়ই তার প্রেমিকার জীবনে অনেক বিপর্যয় ঘটবে। কিন্তু এত বিপর্যয় বিতৃষ্ণা ঘটে যাবার পরেও যদি বহু বছর পর তিনি বিধবা হয়ে কবির কাছে ফিরে আসেন তবে কবি প্রথমে একটু রাগ করলেও, শেষে তিনি মনে করেন যে তার প্রেমিকা তাকে এমন ভাবেই বোঝাবেন যে তিনি আর মুখ ফিরিয়ে থাকতে পারবেন না এবং শেষমেষ বিবাহ হবে।