চুলোয় যাক
চুলোয় যাক
লুপ্ত হয়েছে মূল্যবোধ,
নয়কো মোরা বালক সুবোধ।
চোখ থাকতেও অন্ধ মোরা,
চুলোয় যাক বোধ বেচারা।
নষ্টামি আর গুন্ডামি,
ভালো থাকাটা ভন্ডামি।
চুলোয় যাক মূল্যবোধ।।
লুট হচ্ছে কোটি কোটি,
মূল্যবোধকে দেবো চাটি।
দেখিয়ে দেবো দাঁত কপাটি,
পরের বুকে দিচ্ছি মাটি।
অসভ্যরা বড্ড খাঁটি,
খাচ্ছি মোরা আমের আঁটি।
চুলোয় যাক মূল্যবোধ।।
খুন হচ্ছে পরের লোক,
আমরা তো ভাই বড্ডলোক।
নেট দুনিয়া দেখছে দেখুক,
অসভ্যরা নয়কো লাজুক।
শব্দ দূষণ বোমেই ভরুক,
কাজ নাই তো মরছে মরুক।
চুলোয় যাক মূল্যবোধ।।
কাকাতুয়ার মাথায় ঝুঁটি,
শিরদাঁড়াটা খুঁজছে মাটি।
খাকনা আম পাচ্ছি আঁটি,
খেলছে খেলুক লাঠালাঠি,
রক্তে ভেজা পাথর মাটি।
চেপে ধর ঐ বোবার ঘেঁটি।
চুলোয় যাক মূল্যবোধ।।
নাকে মুখে রুমাল চাপা,
খাচ্ছে ওরা ভেটকি ভাপা।
ফানেল ছাড়া দারু মাপা,
আসল নকল চলছে ছাপা।
মূল্যবোধের শীতল ছ্যাঁকা,
কোমর তুলে দেখতো ন্যাকা।
চুলোয় যাক মূল্যবোধ।।
দিচ্ছে ডাক নিপাত যাক,
কাঁকড়া মুখে শেয়াল অবাক।
গণদেবতা মাথায় থাক,
লুটছে লুটুক খাচ্ছে খাক।
আমার ভাগটা চুলোয় যাক,
আমার মতো লুটে দেখাক।
চুলোয় যাক মূল্যবোধ।।
