Amitava Pyne
Fantasy
আকি বুকি কাটি
দরজা কপাটে
টুকি টাকি লিখি
আকা বাকা পথে
পেজা মেঘ ভেষে যায়
কাষ বন উকি দেয়
মনের কানাচে
শরৎ এসে গেছে
কামিনী ফুটেছে
আগমনী গান আজ
বাতাসে ভেসেছে।
আমিই কি তোমার...
এক পশলা বৃষ্টি এক পশলা বৃষ্টি
অনন্ত প্রতীক্ষা অনন্ত প্রতীক্ষা
সে সে
যার কথা ভাবি যার কথা ভাবি
শতাব্দীর স্বপ্ন শতাব্দীর স্বপ্ন
কালবৈশাখী বার্তা নিয়ে যাক। হাজার ঝগড়া হলেও তোমায় চাই । কালবৈশাখী বার্তা নিয়ে যাক। হাজার ঝগড়া হলেও তোমায় চাই ।
আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো
মোহময়ী রূপ মোহময়ী রূপ
বন্ধুর পথ বন্ধুর পথ
স্নিগ্ধ রূপ স্নিগ্ধ রূপ
বৃষ্টি চাই বৃষ্টি চাই
পথ শেষ হয়ে যাওয়ার পথে পথ শেষ হয়ে যাওয়ার পথে
নক্ষত্র রাত্রি নক্ষত্র রাত্রি
যাত্রা হলো শুরু যাত্রা হলো শুরু
ট্রাম ট্রাম
ছাদনাতলায় ছাদনাতলায়
আজকের ললনা আজকের ললনা
হৃদ ভরা তারা হৃদ ভরা তারা
প্রকৃতি পর্যায় প্রকৃতি পর্যায়
প্রত্যাশার বর্ষ প্রত্যাশার বর্ষ