STORYMIRROR

Debanjali Adhikary

Abstract

4  

Debanjali Adhikary

Abstract

আজকের জীবন

আজকের জীবন

1 min
305

অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দাও।


নিভে যাওয়া আশায় বিশ্বাস করুন যা জাগ্রত হয়।


যখন কিছু অসম্ভব মনে হয়।


যাকে সম্ভব করার পথ যিনি দেখান তিনিই শিক্ষা।



হ্যাঁ, যে অসভ্য তাকে সভ্যতার পাঠ দাও।


অজ্ঞের মনে যে জ্ঞানের প্রদীপ জ্বালায়।



প্রতিটি ব্যথার ওষুধ যা বলতে পারে.. সেটাই শিক্ষা।


আইটেমটির সঠিক উপযোগিতা ব্যাখ্যা কর।



কঠিন রাস্তা সহজ করুন।


একদৃষ্টি এবং বাস্তবতা মধ্যে পার্থক্য দেখান.



যা আমাদের শিক্ষিত সমাজ হবে না।


সবার পক্ষে বেঁচে থাকা কঠিন হবে।



মানবতা এবং পশুত্বের মধ্যে পার্থক্য হল শিক্ষা।


শিক্ষাই শান্তি, শান্তি ও সুখের উৎস।



শিক্ষা হচ্ছে বৈষম্য, অস্পৃশ্যতা ও কুসংস্কার দূর করার মন্ত্র।


শিক্ষার স্ফুলিঙ্গ যেখানেই জ্বলে, সেখান থেকে নেতিবাচকতা হারিয়ে যায়।



যে সমাজে নারী-পুরুষ সবাই শিক্ষিত।


সাফল্য-সমৃদ্ধি নিজেই তার পুরোহিত হয়ে ওঠেন।



তাই আসুন শিক্ষার গুরুত্ব বুঝি।


এসো গোটা মানব সমাজকে শিক্ষিত করি।



Poem name আজকের জীবন

Today's life


Writer Debanjali Adhikary


Rate this content
Log in

Similar bengali poem from Abstract