বই পড়ার মজা
বই পড়ার মজা
Dear Diary(প্রিয় ডায়েরি )
আমরা অফিসিয়াল দিন গুলোতে এতো ব্যস্ত থাকি যে, বই পড়ার জন্য সময় খুঁজে পাই না | তাই এই বন্ধের দিনগুলোকেই বই পড়ে কাটিয়ে দিতে চাইলাম | এখানে একটা গোপন কথা বলতে চাই, যে আমার নিজের একটি লাইব্রেরি আছে | যদিও আমি বই পড়ার সময় পাই না, কিন্তু প্রচুর বই কিনি | আমার প্রায় চার হাজারের ও বেশী বই এর সংগ্রহ আছে | তাই আজ সারাদিন নিচের বই গুলো পড়ে কাটিয়ে দিলাম |
"You can win"
" Power thinking "
"You can sell "