শহর
শহর


আমার শহর ধোয়া আর শহর, অবহেলিত বস্তি এলাকার শহর,
আমার শহর আলোর শহর , খুদা তৃষ্ণা লোভের শহর,।
আমার শহর নগর আমার শহর জনবহুল, প্রতিবেশীরা চিনতে করে ভুল।
আমার শহর আনন্দের শহর , ফুটপাতে বিবস্ত্র নর নারী শহর,।
আমার শহর খাদ্যপ্রেমী খাদ্যরসের শহর , বস্তিতে ক্ষুদার পেট জ্বলা মানুষের শহর।
আমার শহর আসার শহর দুঃখ ভোগা গরীবের শহর
আমার শহর ব্যাস্ত শহর ব্যস্ততাই একাকীত্বের শহর।