STORYMIRROR

શૈમી ઓઝા "લફ્ઝ"

Romance Tragedy Others

4  

શૈમી ઓઝા "લફ્ઝ"

Romance Tragedy Others

রঙ......

রঙ......

1 min
284

রঙ......

রঙ......


 পৃথিবী হয়ে গেল রঙিন,

 লাফাজ তারার নামে প্রেমের রঙ ফিকে হয়ে গেছে।


 হৃদয়ের কথা বলছি,

 জীবনকে ভালোবাসায় রাঙাতে,

 প্রেম নেশা, মজা,

 তুমি শোকাহত, দণ্ডিত।

 কথায় তোমার রঙ,

 তোমার চোখ ডুবে গেল।

 লাফাজ তারার নামে প্রেমের রঙ ফিকে হয়ে গেছে।


 নথি রঙ্গে খেলনা আমে রাঙায়,

 হৃদয় থেকে হৃদয়

 এমন কথোপকথনে আটকা পড়ে,

 আপনি ঘটনা বুঝতে

 লাফজ তারা নাম প্রণয় রং দিলে চোলি গায়ে


 কথাটা এখনো বোকা,

 ভালোবাসার বাস্তবতা সম্পর্কে এখনো অজানা,

 আপনার বসার ঘর সাজান,

 কথা দিয়ে জীবন সাজাতে,

 লাফজ তারা নাম প্রণয় রঙ দিল চোলি গায়ে,


 ভালোবাসার রঙ খুব মজার,

 প্রেমিকাকে পাগল করে দেয়,

 হাসিমাখা চোখের নিষ্পাপতা,

 এই অভিযোগে পরিণত হয়েছে আহতদের,

 তোমার ভালোবাসার প্রমাণ রং

 যেভাবে দিলেন,

 দুর্ভাগ্যবশত, আমরা অশ্রুতে বাকি ছিল

 লাফজ তারা নাম প্রণয় রং দিলে চোলি গায়ে


 শাইমি ওজা লাফ



Rate this content
Log in

More bengali poem from શૈમી ઓઝા "લફ્ઝ"

Similar bengali poem from Romance