STORYMIRROR

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Abstract Romance Others

3  

💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Abstract Romance Others

প্রেম

প্রেম

1 min
214


জীবন আমার ধন্য হলো তোকে পেয়ে,,,,,

তুই আর আমি একসাথে ভেসে যাবো অনেক দূরে,,,,,,

তোর আমার ভালোবাসা থাকবে চিরকাল,,,,,,

তোকে দেখলে আমার মনের হৃদয়ে সুখের হাওয়া বইছে,,,,,,

যদি হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো,,,,,,,

তোকে আমি গোলাপ ফুল দিয়ে বলতে চাই,,,,,,

তোকে ভালোবাসে আমার অবুঝ মন

তুই আমাকে ভালোবাসো,,,,,,

আমার প্রেমের ছবি,,,,,,,

খুব সযত্নে করে তোর বুকের মাঝে রাখি,,,,,

তুই আছিস আমার স্বপ্নে,,,,,

তুই আছিস আমার মনে,,,,,,

তোকে ছাড়া এই পৃথিবীর সাজে না,,,,,,

তোর ভালোবাসা,,,,আদর সব পেতে খুব ইচ্ছে করে,,,,

তুই দূরে থাকিস না,,,,,,তুই আমার কাছে এসে বল না আমি তোকে ভালোবাসি,,,,,


Rate this content
Log in

More bengali poem from 💙 𝐍𝐢𝐬𝐡𝐚 💙

Similar bengali poem from Abstract