ফাগুন এল
ফাগুন এল


ফাগুন এল নিয়ে দোল
এবার সবাই দরজা খোল
হলো সকাল আয়,
খেলবি কখন রঙের হোলি
দিন পেরিয়ে যায়।
রঙে রঙে ভোরে ওঠে দেখরে চারিদিক
আজকে কি আর মাথায় থাকে,
কোনটা ভুল আর ঠিক
সবাই মিলে আয়ে রে মোরা।
মাতি এবার রং এ,
বন্ধু রা সব খেলবো হোলি
একে অপর সঙ্গে।
আয় সবাই যত আছিস
দুঃখ ভুলে আয়,
রং এর মেলা সবার মনে
রং লাগিয়ে যায়।