STORYMIRROR

Ramesh Karamakar

Abstract Fantasy

4  

Ramesh Karamakar

Abstract Fantasy

ওরা আসে ভাঙ্গা কলমে

ওরা আসে ভাঙ্গা কলমে

1 min
318

ওদেরকে দেখতে পাই অন্ধকারে নড়ে চড়ে কথা বলে অন্ধকারে মেলে ধরে ওদের শরীর আর দুটো ডানা ।

শরীরের হাজার অন্ধিসন্ধি গোপন ভাঁজ।

ঝুলে থাকে কালো আকাশের গায় আধখানা হয়ে।

ফর্সা ভোরের খবর পেতেই কি ওরা  

বাবুদের বাগানের পিছনে অন্ধকার গলি পথে আশ্রয় নেয়।

ওরা অন্ধকার খুঁজে ফেরে জাগার আশায়।

সকালের শরীরের গন্ধে ওরা বাষ্পীভূত হয়।

যুক্তির জালে মারা যায়।

রূপটান চাপা পড়ে যায় সকালের রোদের চোখের কটাক্ষ চাহনিতে।

চিল চিৎকারে ছটফট করে ফাঁকি দের পেছনে গিয়ে মুখ লুকায়।

সকালের কিছু অবাধ্য প্রেম কখনো ভুল করে ডাকে

যদি জেগে থাকে।

কখনো কখনো পায়ের ছাপে দেখা যায় দেখা যায় উচ্ছিষ্ট আদর।

তুমি কি একে কৌতুক বলো নাকি জানালার গারদ?

ওদের সদ্য কুমারী বুকে জেগে ওঠে হাজার হাজার কাঁটা 

তোমরা খোঁজো ছন্দ গন্ধ বর্ণ।

এই পর্যন্ত ওর শরীর ছিল।

আমার ছিল চন্দ্রবিন্দু প্রায় একটা মন । 

লিখছিলাম বেশ । তারপর পূর্ণচ্ছেদ।

এখন সকাল তাই ভেঙে ফেলছি কলম।

হতাশ হয়ো না তোমাদের দোকানে কিনতে যাব আবার সস্তা দরে। 

দু চার আনা লাভ করে নিও তোমাদের উচ্ছিষ্ট দিনের আলোয়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract