নজরুল
নজরুল


জীবন চলার পথে এনেছে আঘাত,
তোমার সাধনা ঘরে ঘটেছে ব্যাঘাত।
তবুও যায়নি থেমে সুর হাসি গান,
তুমিতো জাগালে বোধ সবাই সমান।
বাজালে রণডঙ্কা, ভাঙলে পাহাড়,
শোনালে ভৈরবী সুর,দাদরা,কাহার।
জানি তুমি হাসি মুখে সয়ে গেছো সব,
অভিমানে থামিয়েছো গান,কলরব।
বেদনার বাগানে ফোটা সব ফুল,
আমরা দিয়েছি নাম শুধু নজরুল।
তোমাকে স্মরণে যদি হয়ে যায় ভুল,
আমাদের ক্ষমা করো প্রিয় নজরুল।