STORYMIRROR

Shahinur Mustafiz

Abstract

3  

Shahinur Mustafiz

Abstract

নবশাখ

নবশাখ

1 min
72


রাতের কোণে, মিছিলেরা আনমনে

প্রকট হয়

আরবের রাজধানী, শান্তনু হয়ে

এখনও দেখি অক্ষয়।

সাজিয়ে যায় চোখ

কিছু সত্যের দ্বার খুলে দিয়ে

আসছে আগন্তুক।

কত পথ থাকে বাধা,যাওয়া যায়না

ওরা বহুদিন হলো, বুরুজের দেখা পায়না।

ভূল নেই কোনো তাই, সুর কাছে তুলে

বরাতি মনের মতো,নবশাখ দোলে।


Rate this content
Log in

More bengali poem from Shahinur Mustafiz