মনে রাখবে
মনে রাখবে


যদি আমি চোলে যায় বহু দূর
খুঁজে নাহি পাও আমার গলার সুর,
যদি আমি চোলে যায় আলেয়া আলোর পার...
ফিরে নাহি আসি তোমার কাছে আর,
যদি ধরিতে নাহি পারো আর এই হাত
দেখতে না পেলে আমার ভাঙা দাঁত,
তবে তুমি আমায়.........
মনে রাখবে ?
যদি নাহি খুঁজে পাও আমার ঠিকানা
কিছু রহিলে আমার কাছে চাওয়া পাওয়া,
যদি হয়ে আসে জীবন অন্ধকার
খুঁজে নাহি পেলে নদীর ওই পার,
যদি বোধ কোরো তুমি খুব একা
পরের জীবনে যদি নাহি পেলে দেখা,
তবে তুমি আমায়......
মনে রাখবে ?
যদি করতে চাও এই বন্ধন শেষ
তবে মনে রাখবে কিছু কথা বেশ,
যদি অশ্রু জলে চক্ষু তোমার ভাসে
মনে করবে ছিলাম আমি পাশে,
যদি আর কখনো হল না আমাদের দেখা
মনে রাখবে আমি আছি পাসে তুমি নও একা,
তবে তুমি আমার..........
মনে রাখবে ?