কুড়ি বছর
কুড়ি বছর
দেখতে দেখতে কুড়ি বছর গেছে
দেখতে দেখতে কাটবে আরো কুড়ি,
হৃদয় ভরা স্বপ্ন নিয়ে খেলায়
নেমে আমায় ছুঁতেই হল বুড়ি।
ভেবেছিলাম টেক্কা নেব জিতে
হাতে এখন হরতনের দুরি,
দেখতে দেখতে কুড়ি বছর গেছে
দেখতে দেখতে কাটবে আরো কুড়ি ।
