PARAMITA BASAK
Abstract
প্রিয় ডাইরি
প্রতিদিনের জীবন ঘিরে
সংগ্রামের তরে
আমরা আছি
আমরা বাঁচি
আপন আপন ঘরে।
বন্ধু
ব্যর্থতায় পরি...
বাকি
লক ডাউন
ফাঁকি
অপূর্ণ আশা
শুণ্য এ আকাশ
আশা
সম্পর্ক
আপন পর
অনুল্লেখিত অনুল্লেখিত
ভাবতে আমার নেইকো মানা ভাবতে আমার নেইকো মানা
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
আমার দুনিয়া আমার দুনিয়া
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
দূরের বন্ধু…হলেই বা ঠিকানাবিহীন। দূরের বন্ধু…হলেই বা ঠিকানাবিহীন।
বিলাস বিলাস
কত অযুত সহস্র পারাপার কর্তৃকারক দম্ভে। কত অযুত সহস্র পারাপার কর্তৃকারক দম্ভে।
কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস কোথাও জোছনা নেই আছে শুধু আধার সন্ত্রাস
তাই মৃত্যু তে খাই ভাত, মৃত্যুতে দেখি স্বপ্ন তাই মৃত্যু তে খাই ভাত, মৃত্যুতে দেখি স্বপ্ন
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
জীবন জীবন
আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত, আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত,
পশুপতিনাথেরে ধর হে দুহিতা পশুপতিনাথেরে ধর হে দুহিতা
আলোয় যে ওরা এখনো বাঁচতে শেখেনি! আলোয় যে ওরা এখনো বাঁচতে শেখেনি!
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
খেলার মাঠে শিশুর মত কখনো ফড়িং ধরে দেখে সে খেলার মাঠে শিশুর মত কখনো ফড়িং ধরে দেখে সে
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
মুহূর্তগুলো হারিয়ে যায় কালের গহ্বরে। মুহূর্তগুলো হারিয়ে যায় কালের গহ্বরে।