হয়তো কোনো একদিন...
হয়তো কোনো একদিন...


শুনলাম আবার রং মশাল আমি,
কামড়ালো আবার সেই পুরোনো পোকায়.
আবার করছে না ইচ্ছে ঘুমোতে এই রাত্রে,
আর করছে না ইচ্ছে যেতে অফিস কাল.
থাকতে আর করছে না ইচ্ছে এই আইটি তে,
করছে ইচ্ছে ছুড়ে ফেলতে সব.
করছে ইচ্ছে আবার গান বাঁধতে,
আর ফিরে যেতে সেই পুরোনো দিনে.
করছে ইচ্ছে লিখতে আবার এক কবিতা এই রাত্রে,
কিন্তু সে তো আবার আসেনা সহজে আমার কাছে.
ফিরে যেতে করছে ইচ্ছে আমার শহরের বুকে,
যেখানে আজও বেঁচে আছে স্বপ্ন খোলা আকাশের নীচে.
কিন্তু ভয় হয়...
হলো অনেক কাল আমি ছেড়েছি এসব,
পাছে যদি তাদের আবার খুঁজে না পায়.
যদি হতে না পারি সফল,
আর ভেঙে যাই স্বপ্ন গুলো.
তখন মিছে আবার কাঁদবো না তো...
হয়তো কোনো একদিন,
মুছে সব ভয় ডর.
হয়তো কোনো একদিন,
ভেঙে সেই শঙ্কার পাহাড়.
আমি টপকে যাবো সব আশংকার পাঁচিল,
আর ফিরে যাবো আমার কাছে...
হয়তো কোনো একদিন, হবে সব সত্য.
হয়তো কোনো একদিন...