এমন কি চেয়েছিলাম আমি
এমন কি চেয়েছিলাম আমি


এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার অপূর্ণতায় পূর্ণতা দান করতে
বাস্তবের যন্ত্রনায় তোমার শরীরে যে আঘাত লেগেছিল
সেই ক্ষতে একটু আদরের মলম লাগাতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার সঠিক পরিপূরক হতে
শুষ্ক, স্বাদহীন ও নিরাশতায় ভরা তোমার জীবনে
একটু শান্তি আর আনন্দের ছোঁয়া এনে দিতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার জীবনের নতুন অধ্যায় হতে
তীব্র গরলের ক্রিয়ায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া তোমার জীবনস্রোতে
অমৃতের পরশে ভরা এক মোড় হয়ে উঠতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার জীবনের বসন্ত হয়ে উঠতে
তীক্ষ্ণ গ্রীষ্মের কাকের ডাকে তোমার দুর্বিসহ জীবনে
একটু নরম,মধুর কোকিল কণ্ঠে ভরাতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার জীবনের আবির হতে
ধুয়ে যাওয়া তোমার এলোমেলো বিবর্ণ স্বপ্নগুলোয়
আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার প্রতিকূলতার সঙ্গিনী হতে
সারাদিনের পরিশ্রমের পর তোমার ঘর্মসিক্ত অবয়বে
একমুঠো প্রেম,আন্তরিকতার প্রলেপ দিতে।
তাতেও বাঁধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার নীরব কথার পাঠক হতে
ওই দুটো চোখের অজস্র চাওয়া-পাওয়ার গল্প
সব আমার মনের খাতায় লিখে রাখতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি?
শুধু চেয়েছিলাম তোমার প্রাণের মুগ্ধতা হতে
নিজের প্রিয় সখগুলোকে স্রোতে বিসর্জন দিয়ে
তোমার স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে বাঁচতে।
তাতেও বাধ সাধলে তুমি!
এমন কী চেয়েছিলাম আমি??