একটি সকাল এবং রাত
একটি সকাল এবং রাত


সকালের সূর্যের আলোয় রোজ ঘুম ভেঙে যায়
রোজ নতুন আশা প্রসারিত হয়
সব কিছুই স্পষ্ট করে দেখা যায়
সবকিছু স্পষ্ট করে অনুভব করা যায়
সকালের আলো সব অন্ধকার মিটিয়ে দেয়
কিন্তু সূর্যাস্তের পর সেই অন্ধকার আবার চারিদিক ছেয়ে যায়
অন্ধকারের অস্পষ্ট আলো মনের অন্ধকার গুলোকে আবার ফিরিয়ে আনে
কিন্তু আলোর আশা কখনোই মরে যায় না।
আলো আর অন্ধকার এবং দিন এবং রাত,
সব নিয়ে জীবনটাকে এক অদ্ভুত ভাবে অনুভব করা যায়।
জীবনের এই মায়ার খেলা সব কিছুর মধ্যেই এক অদ্ভুত অনুভুতির সৃষ্টি হয়।