STORYMIRROR

mummum Maity Pal

Abstract Others

3  

mummum Maity Pal

Abstract Others

**ছিন্ন গোলাপ**

**ছিন্ন গোলাপ**

1 min
143



পুরুষ রে তোর হাত কাঁপেনা ছিঁড়তে গিয়ে গোলাপ-কুঁড়ি?

কেমন করে নোংরা হাতে নষ্ট করিস কোমল পাঁপড়ি?


কামনার ঐ লুব্ধ আগুন জ্বলে তোদের মনের মাঝে,

'নারী যে এক ভোগ্যপণ্য'-এমন ভাবা কি তোদের সাজে?


যে নারীর রক্ত স্রাবে জন্ম তোদের এই ধরিত্রীতে,

সেই ধরিত্রীর মাটিকে তোরা ভেজাস নারীর রক্ত-স্রোতে?


হায়নারূপী মানুষ তোরা,নারীর মাংসে লোলুপ দৃষ্টি,

গোলাপসম নারী হলো বিধাতার এক অপূর্ব সৃষ্টি!


পুরুষ রে তোর মন কাঁদে না ছেঁড়া গোলাপের যন্ত্রণায়?

অসহায় ফুলের মৃত্যু ঘটে নিয়ত তোদের নিষ্ঠুরতায়।


যে ফুলটা সদ্য ফোটা আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে,

তারাও যে জীবন হারায় তোদের লালসার বলী হয়ে।


বৃন্তচ্যুত কত গোলাপ রোজ‌ই এমন ঝরে ধুলায়,

তুচ্ছ এমন ঘটনা কত সময়-পলিতে চাপা পড়ে যায়।


শোন রে পুরুষ পাপের ঘড়া পূর্ণ তোদের হবে যেদিন,

গোলাপখানি ছিঁড়তে গিয়ে কাঁটায় বিদ্ধ হবি সেদিন।


নারী হবে করালবদনী ভীষণরূপী খড়্গ হাতে,

ছিন্ন গোলাপ হবে তাজা পুরুষের‌ ঐ তাজা রক্তে।






Rate this content
Log in