STORYMIRROR

Anamitra Bera

Romance Others

3  

Anamitra Bera

Romance Others

অপেক্ষা

অপেক্ষা

1 min
176

অপেক্ষাই নাকি ভালোবাসার, চরমতম বহিঃপ্রকাশ ;


স্বপ্নদোষে রয়ে গেছে আমার, সিমেন সিক্ত অন্তর্বাস।


হরমোনের কারসাজিতে প্রেমে পরি প্রতিদিন,


কিছু সম্পর্ক গাঢ় হয়, কিছু হয়ে যায় ক্ষীণ ;


অপেক্ষায় ছিলাম চালিয়ে, তুমি আসবে বলে


এলে পরে মাথা রাখতাম ওই শিউলি মাখা কোলে।


আমার ঘামের উগ্র গন্ধে, নিশ্চয়ই তুমি মাতাল হতে,


সেই গন্ধকে এঁটো করতে, গা এলিয়ে আমাতে হতে।


কোনোদিন যদি হঠাৎ উঠি, দুঃস্বপ্নের শেষে,


কপালে একটা চুমু খেতে দিও প্লিজ, তোমায় ভালবেসে।


অপেক্ষা করে তোমার জন্য, ক্লান্ত হয়ে গেছি,


শুনলে খুশি হবে হয়তো, এখনো বেঁচে আছি।


Rate this content
Log in

More bengali poem from Anamitra Bera

Similar bengali poem from Romance