STORYMIRROR

MANISHA KUNDU

Drama

3  

MANISHA KUNDU

Drama

অদ্ভূত শব্দ

অদ্ভূত শব্দ

1 min
19.4K


মাঝরাতে ডাললেকে এক নৌকাবিহার

শুনশান,পাহাড়ের ওপারে ধূলোর মতো ভাঙছে চা‌‌দ।।

হঠাৎ শব্দশুনি সেই গুমরে ওঠা কান্নাধ্বনি,

উৎস খুজে পাই না, মেখেছি রাত্রির জাফরান স্বাদ।


ভোর হয় হয়, নীল পাহাড় সরছে ধীরে ধীরে,

সমাপ্ত কবিদের জ্যে।ৎস্নাবিহার, ক্লান্ত ণৌকা ফেরে তীরে,

আবার ত্রকটা শব্দশুনি সেই ডিঙির দাড় ঘেষে

লেকের ভিতরে কিসের স্বরধ্বনি ভেসে আসে?

ঘন্টাধ্বনি নাকি অজানা অদ্ভূত শব্দ?

অনেক কথা বলতে চায়, কিন্তু স্তব্ধ বধির কান।।


Rate this content
Log in

More bengali poem from MANISHA KUNDU

Similar bengali poem from Drama