STORYMIRROR

Atrayee Sarkar

Abstract Others

3  

Atrayee Sarkar

Abstract Others

অচেনা থেকে চেনা

অচেনা থেকে চেনা

1 min
645

এ পৃথিবীতে সবাই অচেনা

যখন কারোর সাথে কথা বলি,

সে পরমুহূর্তে হয়ে যায় চেনা

জন্মানোর পর মা ও থাকে অচেনা

যখন মা কোলে করে আদর করে

মা হয়ে যায় চেনা

বন্ধুও প্রথমে থাকে অচেনা

তারপর কখন প্রিয় বন্ধু হয়ে যায়

জানতেও পারিনা

ভালোবাসার মাধ্যমেই ,,,,,,অচেনা মানুষ হয়ে যায় চেনা

তখন আর মনে হয় না,,,,, সে পর

ভালোবাসা অনেকটা হাওয়ার মতন উরে আসে

হাওয়া কোথা দিয়ে কখন বয়ে আসে যেমন জানা যায় না

ভালোবাসা কোথা দিয়ে, কবে , কি করে আসে

তা জানা যায় না

ভালোবাসা মানে প্রেম নয়

ভালোবাসা, মা, বাবা, বন্ধু, আপনজন, সবার কাছ থেকে আসে

ভালোবাসা,,,, মনকে আনন্দে ভরিয়ে দেয়

ভালোবাসাই,,, অচেনা কথাটা,, মন থেকে মুছে দেয় ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract