আমি মায়ের বেটি
আমি মায়ের বেটি


প্রিয় ডাইরি
রোজ নামচা লিখতে গিয়ে
ভুলেই বসে আছি,
মা কে নিয়েও লিখতে হবে
যাকে আমি ভালোবাসি।
নিজের প্রতি একলা ক্ষণ এ
তাকে মনে পরে,
ছোট থেকে ছোট কথায়
মা কে মনে পরে।
মায়ের আদর মায়ের স্নেহ
সব চাইতে খাঁটি,
গর্ব করে বলতে পারি
আমি মায়ের বেটি।