একটি সাধারণ প্রেমের কবিতা
একটি সাধারণ প্রেমের কবিতা


আমি ভুলে গিয়েছি,
তোর অভিমানে ওল্টানো ঠোঁট,
চোখের জলে লেপ্টে যাওয়া কাজল
আর তোকে তোর মায়ের দেওয়া ঐ ছোট্ট টিপটার কথা
বিশ্বাস কর আমার সত্যিই কিছু মনে নেই।
আমার সব গেছে,
অনবরত স্বপ্ন দেখতে চাওয়া চোখ,
আলো মাখানো হাতের মুঠো
আর প্রতিদ্বন্দ্বিতায় স্পর্ধিত কাধ
বিশ্বাস কর আমি সত্যিই বেচেঁ আছি ।