Chances Of Life - জীবনের দেয়া সুযোগ
Chances Of Life - জীবনের দেয়া সুযোগ
Life Is The Most Unpredictable Thing In The World..
এ জীবন আমাদের সাথে কখন কি করে তা আমরা কেউ বলতে পারিনা। আমরা বুঝতেই পারি না যে কখন জীবন আমাদের থেকে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের শেষ করে দেয়, আর তখন আমাদের অবস্থা বেচে থেকেও মরে যাওয়ার মতো হয়ে পড়ে. কিন্তু জীবন আমাদের থেকে আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের শেষ করে ফেলার আগে আমাদের কয়েকটি সুযোগ দেয় আমাদের নিজেদেরকে বাচানোর, নিজেদেরকে গড়ে তোলার, নিজেদেরকে তৈরি করার। নিজেদের ভুলগুলোকে শুধরে নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করে তোলার। কিন্তু আমরা মাঝে মাঝে মূর্খের মতো না বুঝে সেইসব সুযোগ গুলোকে হাতছাড়া করি, হেলায় উড়িয়ে দি সেইসব সুযোেগ গুলোকে। আর তখন তার ফলস্বরূপ জীবন আমাদের থেকে একটা সময় আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের শেষ করে দেয়। তখন আমাদের কিচ্ছু করার থাকেনা, আমরা চাইলেও কিছু করতে পারিনা। তাই জাগুন, সময় থাকতে থাকতে বুঝুন।। সেইসব সুযোগ গুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনকে গড়ে তুলুন, নিজেকে বাচান, নিজেকে তৈরি করুন, নিজের ভুল গুলোকে শুধরে নিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলুন। তবেই আপনি হতে পারবেন সফল। কারণ জীবনের দেয়া এই সুযোেগ গুলো একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন ফেরত আসবেনা। তাই সময় থাকতে থাকতেই সেই সুযোেগ গুলোর ব্যবহার করুন। সেই সুযোগ গুলোর সদ্ব্যবহার করে সুযোগ গুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলুন। আর তবেই আপনি সফলতার চরম পর্যায়ে পৌছতে সক্ষম হবেন.
