সময়ের দাম
সময়ের দাম


নদীর স্রোত আর সময়ের মধ্যে কোনো পার্থক্য যে নাই,
দুজনেই বয়ে চলে থামার লক্ষণ নাই।
আমার সময়, তোমার সময়,সময় যে কারোর নয়,
সময় যে কারোর জন্যে থেমে না রয়।
সময় দেখার জন্য হয়েছে যে ঘড়ি,
কাটা যে আর থামে না তাই কেঁদে কেঁদে মরি।
তাই বলছি সময়কে কোনোদিন করোনা অবহেলা,
সময়ের যে বড়ো দাম! বুঝবে না এইবেলা।