STORYMIRROR

Saima Khatun

Drama Tragedy

3  

Saima Khatun

Drama Tragedy

শুধু সৌন্দর্যের অভাব

শুধু সৌন্দর্যের অভাব

1 min
219

ছোট্ট একটি মেয়ে, সাধারণ এক পরিবারে জন্ম,

সকলের মতোই সে দেখেছিল অনেক ছোটো বড়ো স্বপ্ন। 

অন্য মেয়েদের মতো বার্বি ডল নিয়ে সেও খেলেছে, 

অজাান্তেই সমাজ সৌন্দর্যের আদর্শ রূপ নিজ মনে এঁকেছে।

সে ভাবে আমাকেও মা নিজের মিষ্টি পুুুতুল বলে ডাকে

কিন্তু, অন্যরা বলেনা কেন? প্রশ্নটি তার মনে বারে বারে জাগে। 


তারপর সে শুরু করল পুুুুতুলটির সাথে নিজের তুলনা,

শত চেষ্টা সত্ত্বেও দুজনের মধ্যে সে কিছুই মিল পেলনা!

পুতুলটি ফর্সা, আর সে শ্যামবর্ণা,

এই ভেবে শুরু করল সে ফর্সা হবার সাধনা,

নিজ শরীরে শুুর করল সাবান, পাউডারের যাতনা।

বিফল চেষ্টা শেষে খেল সবার কাছে বকা,

ভুলে গেল সব কিছু, ছাড়ল চেষ্টা দেখা অদেখা।


যখন সে কিশোরী হলো, জানলো গুনের মাহাত্ম্যের কথা,

নতুুুন স্বপ্ন বুনলো, ভুলে পুরানো ব্যাথা।

সমাজ স্বীকৃত গুন গুলি আপন করার প্রচেষ্টা সে চালালো,

রূপ, সমাজ, নিয়মনীতির কত যে বাধা এল-

নিজ ক্ষমতায় বাধাগুলি পেরোনোর প্রচেষ্টা চালালো বারে বারে,

কিন্তু, আাত্মবিশ্বাস,অবলম্বনহীন একটি ছোট্টো প্রাণ আর কতদূর যেতে পারে? 

গুনগুলি কিছু হারিয়ে,কিছু নিরবে বাঁচিয়ে সে যৌবনে পা দিল,

 শত ঝড়, বাধা পেরিয়ে অবশেষে কিছু সম্মান সে পেল।

কিন্ত ছোটবেলায় জাগা গভীর প্রশ্নটির এখনো সে পায়নি জবাব,

করেনা সে দৃষ্টি আকর্ষণ, পায়না আাকাঙ্খিত ভালোবাসা,কারন শুধু সৌন্দর্যের অভাব?!


Rate this content
Log in

Similar bengali poem from Drama