STORYMIRROR

Nayan Debnath

Abstract Others

3  

Nayan Debnath

Abstract Others

পরিবর্তশীল সমাজ

পরিবর্তশীল সমাজ

1 min
338

      হচ্ছে সমাজ পরিবর্তন

  শিল্প এখন নিত্ত নতুন

     বদলাচ্ছে মানুষের চিন্তাধারা, প্রতিনিয়ত

তাই হয়তো আজ সমাজে এতো হিংসা এতো ক্ষত।

     হচ্ছে সমাজ পরিবর্তন।

   দেশের সবাই নেতা হবে , কেউবা হবে চেলা।   

কাউকে মারে কাউকে ছাড়ে, এইতো তাদের খেলা।    

 রাজনীতিই ছত্রছয়াই এসেছে আজ অনেক মানুষ।

বানিয়ে দেয়াল রাজনীতিকে দুর্নীতিকে অপন করে।           

পরিবর্তন আমাদের শিরাই শিরই    

    তাই বুঝি আজ ফাটছে বোমা পাড়ায় পাড়ায়,   

       আর গ্রাম জুড়ে তাই বাঁচার লড়াই?


              


Rate this content
Log in

Similar bengali poem from Abstract