পরিবর্তশীল সমাজ
পরিবর্তশীল সমাজ
হচ্ছে সমাজ পরিবর্তন
শিল্প এখন নিত্ত নতুন
বদলাচ্ছে মানুষের চিন্তাধারা, প্রতিনিয়ত
তাই হয়তো আজ সমাজে এতো হিংসা এতো ক্ষত।
হচ্ছে সমাজ পরিবর্তন।
দেশের সবাই নেতা হবে , কেউবা হবে চেলা।
কাউকে মারে কাউকে ছাড়ে, এইতো তাদের খেলা।
রাজনীতিই ছত্রছয়াই এসেছে আজ অনেক মানুষ।
বানিয়ে দেয়াল রাজনীতিকে দুর্নীতিকে অপন করে।
পরিবর্তন আমাদের শিরাই শিরই
তাই বুঝি আজ ফাটছে বোমা পাড়ায় পাড়ায়,
আর গ্রাম জুড়ে তাই বাঁচার লড়াই?
