মোহনা
মোহনা
তুমি ফিরিয়ে নাও না বলে
ভেসে যাই আমি,উৎস থেকে
শাখা-প্রশাখা!
তুমি ফিরিয়ে নাও না বলে
বাসা খুঁজি ক্লান্তিহীন!
তুমি ফিরিয়ে নাও না বলে
গন্তব্যে পৌঁছনোর আগে পিছু
ফিরে চাই বারবার!
তুমি ফিরিয়ে নাও না,তবু চেয়ে
থাকো উদাসীন!একদিন ফিরে
যাবো ভেবে।
শুনে রাখো মেঘ,বৃষ্টি চাই না
আমি আর!
এই কামরাঙা রোদে হেলান দিয়ে
আমি মোহনায় পৌঁছে গিয়েছি
আজ।

