মননের ক্যানভাস
মননের ক্যানভাস
একটা ক্যানভাস দাও ,
তুলি দিয়ে ভরে দিই
জীবনের প্রত্যাশিত ছবি গুলো ।
ফাংগাসে ধূসর হয়ে যাওয়া সেই ইচ্ছেগুলো ।
এখনো কি এতোটুকু রং বর্ণালী ঢেলে
ইচ্ছেডানা মেলে ওড়ে আকাশে ?
তবে কেনো ইচ্ছেরা উঁকি মারে ,
পশ্চিম আকাশে যেনো কোনো গোধূলির জলছবি !!
