কবি প্রণাম|
কবি প্রণাম|

1 min

177
রোগে-শোকে-দুঃখে অনল জালায়|
বোক্খো জে দোহে গেচে||
তবুও নিরাশার রাতে|
তোমার কবিতা জোছনা ভরে দিয়ে গেছে||
তোমার বানীর পোরোশএ ভুলি|
জে বেদনা বুকে বাজে||
সান্তনা পাই, পাই জে শান্তি|
প্রানে তবো চোবি রাজে||
কোন বলে তুমি এত বলিয়ান?
এত মানুষের আলো?
জুগে জুগে তুমি "দিবাকর" হোযে|
জালো গো প্রোদিপ জালো||