কারো চলে যাওয়া
কারো চলে যাওয়া


প্রিয় ডাইরি,
কারো চলে যাওয়া
কষ্ট দেয় না,
কষ্ট দেয় কারো
বদলে যাওয়া।
বন্ধু মানে তো
পাশে থাকা,
হাতএ হাত রেখে
বলতে চাওয়া
যতই আসুক ঝড়
সারা জীবন সঙ্গে আছি।
আপন আমি তোর
হাত যদি ছেড়েই দেবো,
ধরতে যাবো কেন
বন্ধু হলে দুঃ সময়এ
নতুন করে চেনো।