এমনি করেই আমরা-ওরা ভাঙছি
এমনি করেই আমরা-ওরা ভাঙছি


ভাঙনের শব্দ শুনেছ?
যেমন করে নৃশংস ঢেউয়ের আঘাতে
পাথর ভেঙে খান্ খান্-
কান পেতে শুনেছ তার ছিন্ন-ভিন্ন ধমনী বেয়ে
ছুটে আসা রক্তের চোরা উচ্ছ্বাস?
যেমন করে মেধা ভেঙে হয় পুতুল
ক্ষমতাধীনতার কঠিন শিকল পরে-
মাথাভাঙা কঙ্কালেরা পিপড়ের মত ছুটে চলেছে।
রোজনামচার ঘামে ভিজে
ক্ষয়ে যায় হাড়গোড় একে একে।
কান পেতে শুনেছ সে ক্ষয়ে যাওয়ার শব্দ?
এমন করে যেদিন ঘর ভেঙেছি আমরা-ওরা।
বারুদ- বারুদ- বারুদের গন্ধ
স্বাধীনতার দামাল বাতাসে।
শব্দ সেদিন ঘুমিয়ে, কফিন-বন্দী -
স্বপ্ন জেগে শোনে তার শ্বাস-প্রশ্বাস।