চৌদ্দ পার্বণ
চৌদ্দ পার্বণ
গেল গেল মা দুর্গা তোমার মনোপলি,
'ভ্যালেন্টাইন ফিভার'-এ কাঁপে পাড়া অলি গলি।
বছরেতে আসেন তিনি একটি দিনের জন্য,
আহ্লাদে কেউ আটখানা হয়, কেউ বা হীনমন্য।
দিকে দিকে রোমান্স ছোটে হোয়াটস-আ্যপ এর মধ্যে,
গুগুল ঝেপে 'কোট' করে কেউ, কেউ বা লেখে পদ্যে।
'টেন্ডার' নেই তবুও জমে প্রপোজালের পাহাড়,
যায়না বোঝা দিনের শেষে কে যে হবে কাহার।
বুঝলে কিছু মা দুর্গা- নাকি আমি লিখেই গেলাম শুধু ?
না বুঝলে দুঃখ আছে ভ্যালেন্টাইন-মধু।
ইমিডিয়েট 'তন্ত্রে' এসে তুমুল নাচো 'সাম্বা',
শিব কে বলো গোলাপ দিতে-
আর তুমিও না হয় দিও তাকে
ব্র্যান্ড নিউ 'ব্ল্যাক মাম্বা'।।