বিলে ৪
বিলে ৪


দেশের রত্ন দেশের গর্ব আমাদের বিলে
পরমহংস তার নাম বিবেকানন্দ দিলে।
পরবর্তীতে এই নামে জগত জুড়ালো
গুরুর নামে গর্বের মঠ ও মিশন গড়ালো।
বর্তমান সমাজের জাতপাতের রাজনীতি
অবিলম্বে এগুলো সব হোক ইতি ইতি।
আবার হোক আবির্ভাব এই নরেনের
নতুন করে প্রয়োজন সমাজ গঠনের।।