বিসর্জন

বিসর্জন

1 min
137


মায়ের শ্বাসকষ্ট ভোর রাত থেকে অসম্ভব বেড়ে যাওয়ায় হারুর মনমেজাজ খুব খারাপ হয়ে আছে। একে হাতে এবছর তেমন টাকা নেই, দোকানের হাল খুব খারাপ তার ওপর মাকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে বলে মনে হচ্ছেনা। 

বেশ কিছুক্ষণ ধরে এদিক সেদিক ঘুরেও কোনো ডাক্তারকে বাড়িতে আনতে পারলনা। এখনকার ডাক্তাররা নাকি বাড়িতে আসেননা। বৃদ্ধ সনাতন ডাক্তার বাড়িতে আসেন তবে তিনি পুজোয় বাইরে ঘুরতে গেছেন। আজ বিজয়া দশমী বলে স্হানীয় স্বাস্হ‍্যকেন্দ্রের দালাল জীবন বলল আজ সেখানে ভর্তি করলেও কোনো চিকিৎসা হবেনা, ফেলে রাখবে। তাই সারাদিন ধরে টাকা জোগাড় করে একটা এ্যাম্বুলেন্স ভাড়া করে কলকাতার দেকে বিকেলে রওনা হল। 

রাস্তায় বিসর্জনের মিছিলে এ্যাম্বুলেন্স আটকে গিয়ে মা সেখানেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন। দূর্গা মায়ের আগে হারুর মায়ের বিসর্জন হয়ে গেল।


Rate this content
Log in

Similar english story from Tragedy