Prompt -18 (সাবধান ওটা নিষিদ্ধ বাড়ি )
Prompt -18 (সাবধান ওটা নিষিদ্ধ বাড়ি )
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
করতে যেওনা কিন্তু তোমরা বাড়াবাড়ি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
চলে যাও এখান থেকে তোমরা তাড়াতাড়ি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
ইহজগতের লোকেদের সঙ্গে করেছে ওটা আড়ি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
মাঝরাতে বসে থাকে সে, পরে লাল শাড়ি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
বাড়ির সব দেহহীনদের দমিয়ে রেখেছে ঐ নারী।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
এসেছিল এক পুরোহিত, জপছিল নাম হরি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
বলছিল সে, যাই হোক যেন তোকে মেরেই মরি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
উপেক্ষা করা কঠিন, তার মিষ্টি হাসি ভারি।
নিষিদ্ধ বাড়ি ওটা নিষিদ্ধ বাড়ি,
খুঁজে পাওয়া যায়নি আজও ঐ পুরোহিতের দেহ, টিকিধারী।